বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শালিখায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার 

শালিখা  (মাগুরা) প্রতিনিধি 

শালিখায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার 

মাগুরার শালিখার কাঁঠালবাড়ীয়ায় এক আদিবাসী (মালো) গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শালিখা থানা পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন, কাঁঠালবাড়ীয়া গ্রামের শান্তিরামের পুত্র বাসুদেব বিশ্বাস ও দক্ষিণ শরুশুনার বাঁশি বাদক হরিফ হোসেন। এ ব্যাপারে গৃহবধূ বাদী হয়ে শালিখা থানায় একটি মামলা করেছেন। মামলা নং-১২। 

মামলা সূত্রে জানাযায়, ১৭ জুলাই রাতে সংঘবদ্ধ কয়েকজন অস্ত্রের মুখে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তার স্বামী বাড়ি ছিলোনা। এ সুযোগে তারা এ ঘটনা ঘটায়। 
গৃহবধূর স্বামী বলেন, আমি ওইদিন আমার এক আত্মীয়ের বাড়ি ছিলাম। এ সুযোগে তারা আমার স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
 
এ ব্যপারে শালিখা থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন থানায় একটি মামলা হয়েছে। আমরা দুইজনকে গ্রেপ্তার করে বিচারের জন্য জেলহাজতে পাঠিয়েছি।

টিএইচ